মজার রান্না ডেস্ক: এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি মজার খাবারের রেসিপি। এটি একটি নাস্তার রেসিপি। এটি নাস্তায় পরিবেশনের জন্য একটি পারফেক্ট রেসিপি। তাহলে দেখে নিন রেসিপিটি।
উপকরণ :
পাউরুটি কয়েকটি,
বেসন,
রসুন বাটা,
পেয়াজ বাটা,
কাচামরিচ,
বেকিং পাউডার,
পাতিলেবুর রস,
লবণ ও ঘি।
বানানোর নিয়ম :
১. প্রথমে পাউরুটি গুলোকে লম্বা লম্বা করে কেটে নিন।
২. তারপর রসুন, পেয়াজ, বেকিং পাউডার, লবণ ও সামান্য কাচা মরিচ বাটা দিয়ে পাউরুটি মাখিয়ে নিন।
৩. এরপর পাতিলেবুর রসে ভিজিয়ে বেসনে ডুবিয়ে ঘিয়ে বা তেলে ভেজে যে কোন সস দিয়ে পরিবেশন করুন।