উপকরণ:
নুডলস ১০০ গ্রাম,
ক্যাপসিকাম আধা কাপ,
রেড ক্যাবেজ ১ কাপ,
গাজর জুলিয়ান কাট ১ কাপ,
বকচয় ১ কাপ,
চিংড়ি আধা কাপ,
বেবিকর্ন স্লাইস আধা কাপ,
বাটন মাশরুম আধা কাপ,
সুইট কর্ন কোয়ার্টার কাপ,
তেল ৬ টেবিল চামচ,
চিলি সস ১ চা চামচ,
চিকেন স্টক দেড় কাপ,
উস্টার সস ১ টেবিল চামচ,
ফিশসস আধা চা চামচ,
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ,
রসুন কুচি ২ চা চামচ,
কাঁচামরিচ ফালি ৬টি,
গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ,
টেস্টিং সল্ট কোয়ার্টার চা চামচ,
লেবুর রস ১ টেবিল চামচ,
ফিশসস ২ টেবিল চামচ,
কাজুবাদাম ভাজা কোয়ার্টার কাপ।
প্রণালি :
ক্যাপসিকাম, রেড ক্যাবেজ, গাজর, বকচয় ধুয়ে ঝুরি করে কাটুন। চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন। ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল গরম করে চিংড়ি ১ মিনিট নেড়ে সব সবজি দিয়ে ২ মিনিট ভাজুন।
এক কাপ চিকেন স্টক ও বাকি সব উপকরণ পরপর দিন। কর্নফ্লাওয়ার কোয়ার্টার কাপ স্টকে গুলে দিন। স্টারফ্রাই করে নামান। কোয়ার্টার কাপ তেলে রসুন কুচি ভেজে নুডলস, ফিশসস দিয়ে ২ মিনিট ভাজুন।
গরম নুডলস একটি ছড়ানো ডিশে ঢালুন। উপরে গ্রেভি সবজি ছড়িয়ে দিন। কাজুবাদাম ছিটিয়ে পরিবেশন করুন