মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি নতুন খাবারের রেসিপি। এটি একটি সালাদের রেসিপি। এই সালাদের নাম প্রন ককটেল সালাদ। দেখে নিন প্রন ককটেল সালাদ এর রেসিপি।
উপকরণ :
চিংড়ি ৪টি,
মেয়নেজ ১২০ গ্রাম,
টমেটো কেচাপ ৮০ গ্রাম,
জুলিয়ান কাট লেটুস ১০০ গ্রাম,
ব্ল্যাক অলিভ ৬টি,
লেবু ১টি,
সবজি (শসা, গাজর, টোমাটো, বাঁধাকপি) ১ কাপ,
গোলমরিচ
লবণ স্বাদমত।
প্রণালি :
প্রথমে চিংড়ি লবণ দিয়ে সিদ্ধ করে নিন।
এবার ভিন্ন একটি পাত্রে মেয়োনিজ, সাদা গোলমরিচ, টমেটো কেচাপ ও লবণ মিশিয়ে ককটেল সস বানিয়ে সিদ্ধ চিংড়িগুলো দিয়ে দিন।
এবার আরেকটি পাত্রে লেটুস পাতা ও ককটেল সস মেশানো চিংড়ি মাছ, শসা, গাজর, টোমেটো, বাঁধাকপি লেয়ার করে দিয়ে পরিবেশন করুন মজাদার রিভার প্রন ককটেল সালাদ।