মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি অতি দারুণ খাবারের রেসিপি। এটি আপনি ভাতের সঙ্গে বা এমনি ও খেতে পারেন। এটি হলো আলুবোখারার চাটনি। দেখে নিন আলুবোখারার চাটনি এর রেসিপিটি।
উপকরণ :
আলুবোখারা হাফ কাপ,
কিসমিস হাফ কাপ,
আনারস হাফ কাপ,
চিনি ১ টেবিল চামচ,
আদা বাটা ১ চা চামচ,
শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ,
লবণ পরিমাণমতো,
টমেটোর সস ১ টেবিল চামচ।
প্রণালি :
প্রথমে আলুবোখারা, কিসমিস, আনারস কুচি ১ কাপ পানি দিয়ে চুলায় বসান।
খুব ভালো করে নাড়তে থাকুন।
সব উপকরণ এক সঙ্গে গলে গেলে বাকি সব মসলা দিয়ে কষান।
ভালো করে কষানোর পর মাখা মাখা হলে স্বাদ দেখে নামিয়ে নিন।
ব্যাস হয়ে গেলো আলুবোখারার চাটনি।
এবার পরিবেশন করুন আলুবোখারার চাটনি।