মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজাদার খাবারের রেসিপি। এই খাবারটি পছন্দ করেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। এটি হলো কলিজা ভুনা। তাহলে দেখে নিন কলিজা ভুনা রান্নার রেসিপিটি।
উপকরণ :
গরু বা খাসির কলিজা – আধা কেজি
পেঁয়াজ – ১ কাপ
আদাবাটা – ১ চা চামচ
রসুনবাটা – ১ টেবিল চামচ
পেঁয়াজবাটা – ২ টেবিল চামচ
মরিচগুঁড়া – ১ চা চামচ
হলুদগুঁড়া আধা – চা চামচ
জিরাবাটা আধা – চা চামচ
ধনে গুঁড়া – ১ চা চামচ
লবণ স্বাদমতো
দারুচিনি
এলাচ, লং একত্রে বাটা – আধা চা-চামচ
তেজপাতা – ১ টি
পাঁচফোড়নগুঁড়া – ১ চিমটি
দারুচিনি টুকরা – ৩টি
জায়ফল ও জয়ত্রী বাটা – চা চামচের তিনভাগের একভাগ
চিনি – ১ চিমটি
টালা জিরাগুঁড়া – আধা চা-চামচ
তেল – ৩ টেবিল চামচ
প্রণালী :
কলিজা ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিন । তাহলে রক্ত থাকবে না ।
তারপর একটি বাটিতে কলিজার টুকরাগুলো নিয়ে এরমধ্যে তেল, টালা জিরার গুঁড়া, কেটে রাখা পেঁয়াজ বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নিন ।
এবার একটা পাত্রে তেল গরম করে এর মধ্যে মসলা মাখানো কলিজাগুলো দিয়ে অল্প আঁচে নেড়ে কষাতে থাকুন ।
যতক্ষণ না কলিজার পানি শুকিয়ে তেল উপরে উঠে না আসে ততক্ষণ নাড়তে থাকুন ।
এ অবস্থায় কেটে রাখা পেঁয়াজ দিয়ে নেড়ে আরও ১৫ মিনিট ধরে রান্না করুন ।
এরপর টালা জিরার গুঁড়া ছড়িয়ে আরও ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন ।
গরম ভাত , রুটি , পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার কলিজা ভুনা ।