মজার রান্না ডেস্ক: এখন আপানাদের জন্য দেওয়া হচ্ছে একটি নতুন রেসিপি। এটি অনেক সুস্বাদু একটি খাবার। বিকেলের নাস্তায় এটি খেতে অনেক মজা। দেখে নিন জিনাত জোয়ার্দার রিপার রেসিপি জাফরানি জর্দা।
উপকরণ :
১. পোলাওয়ের চাল ২ কাপ,
২. চিনি ৩ কাপ,
৩. ঘি ৫ টেবিল চামচ,
৪. কমলার রস আধা কাপ,
৫. পেস্তা বাদাম কুচি ২ টেবিল-চামচ,
৬. খাবার রং সিকি চা-চামচ,
৭. কিশমিশ ২ টেবিল-চামচ,
৮. দারুচিনি ৪ টুকরা,
৯. এলাচ ৪ টুকরা,
১০. গোলাপ পানি ১ টেবিল-চামচ,
১১. মোরব্বা আধা কাপ,
১২. জর্দার গুল্লি ১ কাপ,
১৩. মালাই সিকি কাপ,
১৪. জাফরান ১/৪ চা-চামচ।
প্রণালি:
গোলাপ পানিতে জাফরান ভিজিয়ে রাখতে হবে।
চাল ধুয়ে পানি ঝরিয়ে ২০-২৫ মিনিট পর ফুটানো পানিতে দিয়ে ভাত রান্না করতে হবে।
ভাত সেদ্ধ হওয়া মাত্র মাড় ঝরান।
আধা কাপ পানিতে চিনি গুলিয়ে লেবুর রস বা দুধ দিয়ে চিনির ময়লা কাটাতে হবে।
ঘি দিতে হবে।
এলাচ, দারুচিনি দিতে হবে।
এবার ভাত সেদ্ধ আঁচে রান্না করুন।
কিশমিশ দিন।
পানি শুকিয়ে গেলে জাফরান মিশ্রিত গোলাপ পানি দিতে হবে।
চুলা থেকে নামিয়ে বাকি উপকরণ দিয়ে পরিবেশন করুন।