অন্যান্য
মজার রান্না ডেস্ক: প্রায় সবাই স্যান্ডউইচ খেতে ভালোবাসেন । ইফতারে কিংবা ঘরোয়া আড্ডায় নাস্তা হিসেবে স্যান্ডউইচের কদর রয়েছে বেশ। তবে এখন থেকে ঘরেই তৈরি করতে পারেন এই মজাদার খাবারটি। রইলো কিমা স্যান্ডউইচের রেসিপি-
উপকরণ :মাংসের কিমা – ২০০ গ্রাম,
ছোটো সাইজের পেঁয়াজ – ২টি,
আদা বাটা – ১ চা চামচ,
রসুন বাটা – ১ চা চামচ,
মরিচের গুঁড়া – ১ চা চামচ,
সামান্য হলুদ, তেল – আড়াই চামচ,
ধনেপাতা কুচানো,
লবণ – আন্দাজমতো,
মাখন – ৮ চা চামচ,
পাউরুটি – ৮ পিস।
প্রণালি :
প্রথমে মাখন, পাউরুটি, ধনেপাতা বাদে বাকি সব উপকরণ ভালো করে তেলে কষিয়ে নিতে হবে।
এবার এতে সামান্য পানি দিতে হবে।
ভালো করে কিমা সিদ্ধ হলে পানি কড়াইতেই শুকিয়ে নেবেন।
এবার তাতে ধনে পাতা মিশিয়ে দিন। ঠান্ডা হতে দিন।
পাউরুটির ওপরে মাখন লাগান।
একটার ওপরে পুরটা দিয়ে আরেকটা পাউরুটির স্লাইস চাপা দিন।
পুর দেওয়া হলে ছুরি দিয়ে তিনকোণা করে কেটে নিন।
বাসায় তৈরি করুন কিমা স্যান্ডউইচ
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি