অন্যান্য
উপকরনঃ
• মুরগীঃ ১/২কাপ(বুকের মাংস চিকন করে কাটা)
• কর্নফ্লাওয়ারঃ ৩টেবিলচামচ
• তিলের তেল বাঁ মাখনঃ ২ টেবিলচামচ
• চিকেন স্টকঃ ১/৪কাপ
• রসুন কুচিঃ ১ টেবিল চামচ
• সয়া সসঃ ২ টেবিল চামচ
• টমেটো সসঃ ২ টেবিল চামচ
• লেবুর রসঃ ১ টেবিল চামচ
• চিনিঃ ১চা চামচ
• ক্যাপসিকামঃ ১/৪কাপ(লম্বা করে কুচি করা)
• গাজরঃ ১/৪কাপ (আধা সিদ্ধ ও লম্বা করে কুচি করা)
• বাধাকপিঃ ১/৪কাপ(লম্বা করে কুচি করা)
• পেয়াজের কলিঃ ১/৪কাপ(২ইঞ্চি লম্বা করে কাটা)
• কাচামরিচ কুচিঃ ৪টি
• কালোগোল মরিচগুড়াঃ ১চা চামচ
প্রণালী:
মুরগীর সাথে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন।
একটি বাটিতে সব সস, চিকেন স্টক, বাকি কর্নফ্লাওয়ার ও লেবুর রস মিশিয়ে নিন।
প্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি দিয়ে ১ মিনিট ভেজ়ে মুরগির পিস দিয়ে ৩মিনিট ভাজুন।সব ভেজিটেবলস দিয়ে আরো ২ মিনিট ভাজুন।এখন কালোগোল মরিচগুড়া ও সসের মিশ্রন দিন।ফুটতে শুরু করলে চিনি দিয়ে নামিয়ে নিন।
নুডুলস তৈরিঃ
• এগ নুডুলসঃ ২কাপ(সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন)
• ডিমঃ ২ টি
• কর্নফ্লাওয়ারঃ ২টেবিলচামচ
• তেল পরিমানমত
প্রণালী:
নুডুলসের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন।
কড়াইতে ২কাপের মত তেল দিয়ে গরম করে ১কাপের মত নুডুলস হাত দিয়ে গোল করে তেলে দিন।সোনালি ও ক্রিস্পি করে ভেজে তুলুন।
ডিম ২ টি কুসুম আস্ত রেখে ভেজে তুলুন।
পরিবেশনের পাত্রে ক্রিস্পি নুডুলস দিয়ে উপরে ১ কাপের মত চিকেন ও ভেজিটেবলস সস বিছিয়ে দিন।তার উপর ডিম্ভাজা দিন।
গরম পরিবেশন করুন।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি