অন্যান্য
উপকরণ :
ডিম ৪টি,
দুধ ২ টেবিল চামচ,
লবণ ১/২ চা চামচ,
কুচি পেঁয়াজ ১/২ চা চামচ,
কাঁচা মরিচ কুচি ১/২ চা চামচ,
তেল ১ টেবিল চামচ,
বাটার ১ টেবিল চামচ,
পনির গ্রেট ২ টেবিল চামচ,
গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ,
গাজর গ্রেট সিদ্ধ করা ৩ টেবিল চামচ।
প্রণালি :
ডিম, দুধ, লবণ ও গোলমরিচ এক সাথে বিট করুন বিটার দিয়ে।
চুলায় প্যান বসিয়ে দিন মাঝারি আঁচে।
এরপর পেঁয়াজ, মরিচ কুচি ও গাজর ৫ মিনিট ভাজুন।
জ্বালটা মাঝারি থেকে কমিয়ে ডিম দিয়ে দুই মিনিট ভাজুন।
এবার পনির দিয়ে ৩০ সেকেন্ড ভেজে মাখন দিয়ে নেড়ে নামিয়ে নিন।
ব্রেড টোস্ট দিয়ে পরিশেন করুন।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি