অন্যান্য
মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এটি হলো একটি ঘুঘনির রেসিপি। দেখে নিন মটরশুঁটি ঘুগনি এর রেসিপিটি। আর নাস্তার টেবিলে পরিবেশন করুন।
উপকরণ :
মটরশুঁটি ১ কাপ,
ডাবলি ১ কাপ,
পেঁয়াজ কুচি ১ কোয়ার্টার কাপ,
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
বিট লবণ আধা চা চামচ,
জিরা গুঁড়া ১ চা চামচ,
শুকনা মরিচ টালা ১ চা চামচ,
ধনে গুঁড়া ১ চা চামচ,
তেঁতুলের মাড় ১ টেবিল চামচ,
লেবু ১টি,
লবণ স্বাদমতো।
প্রণালি :
ডাবলি ভিজিয়ে সিদ্ধ করে নিতে হবে।
মটরশুঁটিও সিদ্ধ করতে হবে।
এবার ডাবলি ও মটরশুঁটি একত্রে সব গুঁড়া মসলা দিয়ে মাখিয়ে নিতে হবে।
পরিবেশনের সময় তেঁতুলের মাড়, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি