অন্যান্য
উপকরণ:
তাল গোলানো ১ কাপ,
লবণ আধা চা-চামচ,
ময়দা ১ কাপ,
ডিম ১টা,
গুড় দেড় কাপ,
পানি দেড় কাপ।
প্রণালি:
আগেই গুড় ও পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করে রাখতে হবে।
তাল ও লবণ চুলায় দিয়ে যখন ফুটে উঠবে, তখন ময়দা দিয়ে খামির বানাতে হবে।
নামিয়ে ডিম দিয়ে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। এবার ছোট ছোট রুটি বেলে নকশি করে কেটে নিতে হবে।
খেজুরকাঁটা অথবা বড় সুঁই দিয়ে ওপরে দাগ কেটে নিতে হবে।
ডুবোতেলে বাদামি করে ভেজে ঠান্ডা সিরায় ভেজাতে হবে তিন-চার মিনিট।
এবার তুলে পরিবেশন।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি