অন্যান্য
এই প্রচন্ড গরমে পিপাসা মেটাতে সবচেয়ে ভাল কাজ করে শরবত আর সেটা যদি হয় আনারসের শরবত তাহলে তো কথাই নেই। যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর।
উপকরণ : আনারস ৫০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, পানি ৫০০ মিলি লিটার, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, লেবুর রস হাফ চা চামচ।
উপকরণ : আনারস ভাল করে কেটে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিন। ব্লেন্ডারে আনারস, চিনি, গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে মিহি করে ব্লেন্ড করে ছেকে নিন। এরপর লেবুর রস মিশিয়ে গ্লাসে বরফ দিয়ে পরিবেশন করুন।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি