অন্যান্য
মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন আমাদের আয়োজন খাসীর রেজালার রেসিপি। সামনে কোরবানীর ঈদকে সামনে রেখে আমরা এই রেসিপিগুলো দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে সিদ্দিকা কবীরের এই রেসিপিটি।
উপকরণ:
মাংস ২ কেজি,
তেল বা ঘি ১ কাপ,
পেঁয়াজ বাটা ১ কাপ,
চিনি ১ টে. চা.,
আদা বাটা ২ টে. চা.,
লবণ ২ চা . চা.,
রসুন বাটা ২ চা. চা.,
জরদার রং,
সামান্য এলাচ ৬ টি,
দুধ ১ কাপ,
দারচিনি ২ সে. মি. ৬ টুকরা,
কাঁচামরিচ ১৫ টি,
দই ১ কাপ,
কেওড়া ২ টে. চা.
প্রণালী:
রং,দুধ,কাঁচামরিচ ও কেওড়া বাদে অন্যান্য সব উপকরণ হাঁড়িতে একসঙ্গে নিয়ে ভালভাবে মাখাও।
ঢাকনা দিয়ে মৃদু জ্বালে রান্না কর। আধা ঘন্টা পর নেড়ে দাও।
মাংস সিদ্ধ হলে কেওড়া দিয়ে কষাও।
উপরে তেল উঠলে গুলানো রং,দুধ ও কাঁচামরিচ দিয়ে ঢেকে খুব অল্প আঁচে ৩০ মিনিট দমে রাখ।
ব্যাস হয়ে গেলো।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি