প্রকাশিত: ১১ মে ২০১৭, ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে
মজার রান্না ডেস্ক: আজ থাকছে আপনাদের জন্য মাংসের কিমা স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি। এটি খেতে খুবই মজা আর দেখতেও খুব ইয়ামি। তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই রেসিপিটি।
উপকরণ:
মাংসের কিমা – ২০০ গ্রাম
ছোটো সাইজের পেঁয়াজ – ২টো
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
সামান্য হলুদ
সাদা তেল – আড়াই চামচ
ধনেপাতা কুচোনো
নুন – আন্দাজমতো
মাখন – ৮ চা চামচ
পাঁউরুটি – ৮ পিস