অন্যান্য
মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার খাবারের রেসিপি। এটি হলো মসলা চাপ তৈরির রেসিপি। দেখে নিন মসলা চাপ তৈরির রেসিপিটি।
উপকরণ:
মাটন চাপ ৬টি,
লবণ পৌনে ১ চা-চামচ,
পেঁয়াজ ১টি,
রসুন ১টি,
আদা আড়াই সেমি,
ধনে গুঁড়ো ২ চা-চামচ,
লালমরিচ গুঁড়ো আধা টেবিল চামচ,
গরম মসলা ১ চা-চামচ,
দই আধা কাপ,
তেল ৪ টেবিল চামচ,
গোলমরিচ ২টি,
দারুচিনি আড়াই সেমি,
জয়ত্রী ১টি,
জাফরান ১ চিমটি,
পানি পরিমাণমতো।
প্রণালী:
মাংস মেরিনেট করুন।
পেঁয়াজ, আদা, রসুন বাটা ও বাকি মসলার সঙ্গে দই মেশান।
চাপ হাতুড়ি দিয়ে ছেঁচে নিন।
মেখে রাখুন ৪-৬ ঘণ্টা, প্রেশার কুকারে তেল গরম করুন।
সব মসলা দিয়ে কষান।
এবার মাংসের চাপ দিয়ে ঢেকে দিন।
গ্রেভি ঘন হলে নামান।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি