অন্যান্য
মজার রান্না ডেস্ক: এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি অনেক পরিচিত রেসিপি। এটি খেতে অনেক সুস্বাদু একটি খাবার। বিশেষ করে এটি বিরিয়ানির সঙ্গে খেতে অনেক ভালো লাগে। দেখে নিন টিকিয়া কাবাব এর রেসিপি।
উপকরণ :
১. হাড় ও চর্বি ছাড়া গরু বা খাসির মাংস ৫০০ গ্রাম,
২. গোটা লবঙ্গ ২টি,
৩. ছোলার ডাল ১/৪ কাপ,
৪. গোটা এলাচি ৩টি,
৫. শুকনা মরিচ ৪/৫টি,
৬. আস্ত দারুচিনি ৩ টুকরা,
৭. গোটা ধনিয়া ১ চা-চামচ,
৮. আদা ১ টুকরা ছোট,
৯. ডিম ১টি,
১০. গোটা রসুন ১টি,
১১. তেল ভাজার জন্য প্রয়োজনমতো,
১২. গোটা পেঁয়াজ ২টি,
১৩. লবণ প্রয়োজনমতো,
১৪. কাবাব চিনি ১ টুকরা,
১৫. কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ,
১৬. পুরের জন্য পরিমাণমতো পেঁয়াজকুচি,
১৭. কাঁচা মরিচ কুচি,
১৮. পুদিনাপাতা কুচি,
১৯. কিশমিশ।
প্রণালি :
মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
মাংসে ১ টেবিল-চামচ তেল ও পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিন।
এবার ডিম ও কর্নফ্লাওয়ার বাদে বাকি সব মসলাসহ চপারে চপ করে নিন অথবা পাটায় মিহি করে বেটে নিন।
এই মাংস ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখুন।
পুরের উপকরণগুলো সামান্য লবণ দিয়ে মেখে নিন।
এবার সেদ্ধ মাংস পছন্দমতো ভাগ করে কাবাবের আকার করে প্রতি ভাগে পুদিনা পাতার পুর ভরে নিন।
এবার চ্যাপটা গোল টিকিয়ার আকারে বানিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে পরিবেশন।
* যদি টিকিয়া হিমায়িত করেন, তবে পুর দেবেন না।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি