প্রকাশিত: ১ জুন ২০১৭, ২:১৯ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে
মজার রান্না ডেস্ক: আপনাকে আর কষ্ট করে কাচ্চি বা স্পেশাল বোরহানি খেতে পুরান ঢাকায় যেতে হবে না। এখন ঘড়েই তৈরি করতে পারবেন পুরান ঢাকার খাবার। দেখে নিন কাচ্চি স্পেশাল রেসিপি।
*** সব কটি উপকরণ পরিমাণ মতো ব্যবহারের অনুরোধ করেছেন সাদেক বাবুর্চি। তিনি নিজে একেবারে অনেকজনের জন্য রান্না করেন বলে উপকরণের পরিমান বলাটা কঠিন বলে জানান তিনি।