অতিথি আপ্যায়নে মাত্র ৫ মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলুন মজাদার সন্দেশ (ভিডিও সহ)
;
প্রকাশিত: ২৭ মে ২০১৭, ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে
মজার রান্না ডেস্ক: মিষ্টি বাঙালিদের পছন্দের একটি খাবারের নাম। রসগোল্লা, গোলাপজাম, জিলাপি প্রভৃতি মিষ্টির সাথে সন্দেশ অন্যতম। অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও মিষ্টিই আমাদের ভরসা। মজাদার সন্দেশ ঘরে তৈরি করতে চাইলেও ঝামেলার কথা চিন্তা করে আর তৈরি করা হয়ে ওঠে না। ঝামেলা ছাড়াই কেবল গুঁড়ো দুধ দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট সন্দেশ।
উপকরণ:
২৫০ গ্রাম গুঁড়ো দুধ
৩০০ মিলি গ্রাম ক্রিম
৪ কাপ চিনি
কাজু বাদাম কুচি
এলাচি গুঁড়ো
পেস্তা বাদাম কুচি