অন্যান্য
উপকরণ :
১. সুজি এক কাপ,
২. এক কাপ নারিকেল কোরানো,
৩. চিনি এক কাপ,
৪. ৩/৪ কাপ দুধ,
৫. কিশমিশ,
৬. লবণ পরিমাণমতো।
প্রণালি :
> সুজি ভেজে নিতে হবে।
নারিকেল কোরা মিহি করে বেটে নিতে হবে।
নারিকেল বাটার সঙ্গে সুজি, চিনি ও দুধ একসঙ্গে মিশিয়ে কড়াইয়ে ভালোভাবে নাড়তে হবে।
এরপর ২/৩ কাপ ঘি এর মধ্যে ঢেলে দিতে হবে।
সবকিছু ভালোভাবে মিশে গেলে আঁশ হয়ে এলে নামিয়ে ফেলতে হবে।
বিভিন্ন আকারে সুজির সন্দেশ বানাতে হবে।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি