অন্যান্য
মজার রান্না ডেস্ক: এখন চলছে কাঁঠালের সময়। আর কাঁঠাল থেকে অনেক কিছুই তৈরি করা সম্ভব। তাহলে এখন দেখে নিন কাঁঠালের হালুয়া এর রেসিপি।
উপকরণ :
পাকা কাঁঠাল ২ কাপ,
চিনি আধা কাপের কম,
দুধ আধা কাপ,
কনডেন্স মিল্ক আধা কৌটা,
ঘি আধা কাপ,
এলাচ,
দারুচিনি ৩ টুকরা,
কিসমিস ২ চা চামচ,
পেস্তা ও কাজু বাদাম সাজানোর জন্য।
প্রণালি :
পাকা কাঁঠাল চেলে নিন।
এবার প্যানে ঘি দিয়ে চালা কাঁঠাল, গুঁড়া দুধ, চিনি, কনডেন্স মিল্ক, এলাচ, দারুচিনি ও কিসমিস দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।
যখন আঠালো হয়ে ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলুন।
ঠাণ্ডা হলে পরিবেশন করতে হবে।
সূত্র: সমকাল
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি