অন্যান্য
মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার রেসিপি। এটি হলো কর্ণফ্লাওয়ার বরফি এর রেসিপি। তাহলে দেখে নিন কর্ণফ্লাওয়ার বরফি এর রেসিপিটি।
আধা কাপ কর্ণফ্লাওয়ার
১ কাপ চিনি
১ কাপ ঘি
১/৪ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
দেড় কাপ পানি
২০ টা ছোটো টুকরো করা কাজুবাদাম
২৫ টা কিসমিস
কর্ণফ্লাওয়ার বরফি এর প্রণালী:
দেড় কাপ জল দিয়ে কর্ণফ্লাওয়ার গুলে নিন।
দেড় কাপ জল আর ১ কাপ চিনি দিয়ে ঘন রস তৈরি করে নিন।
চিনির রসের সঙ্গে গোলা কর্ণফ্লাওয়ার মিশিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন।
ঘন হয়ে এলে ঘি দিন, এলাচ গুঁড়ো দিন।
কাজু ও কিসমিস দিয়ে ক্রমাগত নাড়তে হবে নাহলে তলায় ধরে যাবে।
ঘন হয়ে এলে ঘি মাখানো থালায় ঢেলে জমতে দিন।
ঠান্ডা হয়ে গেলে বরফির মতো কেটে নিন।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি