অন্যান্য
মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি সস এর রেসিপি। এটি হলো রেড চিলি সস এর রেসিপি। জেনে নিন রেড চিলি সস এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে।
উপকরণ:
শুকনা মরিচ- ১৬ টি
রসুন, ছেঁচা- ১ কোষ
ফুটানো পানি- ৩/৪ কাপ
ওরিগেনো- ১/৪ চা. চা
সয়াবিন তেল- ১ টে. চা.
জিরা, গুঁড়া- ১/৪ চা. চা
টমেটো পেষ্ট- ২ টে. চা.
ধনে, গুঁড়া- ১/৪ চা. চা
প্রণালী:
১। মরিচের বোটা, বীচি ও আঁশ ফেলে ধুয়ে নাও।
ফুটানো পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখ।
মরিচ মিহি করে বেটে ভিজানো পানির সাথে মিশাও।
২। সসপ্যান মরিচ, অন্যান্য সব উপকরণ ও আধা চা চামচ চিনি একসাথে মিশিয়ে উনুনে দিয়ে নাড়।
ফুটে উঠলে জ্বাল কমিয়ে ঢেকে মৃদু আঁচে ১০ মিনিট ফুটাও।
আড়াই কাপ সস হবে।
সূত্র: রান্না খাদ্য পুষ্টি
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি