অন্যান্য
✿ এক কাপ মত লাউ এর বিচি,
✿ ৫-৬টা কাঁচা মরিচ,
✿ ১টা মাঝারি সাইজের পিয়াজ কুচি,
✿ ১-২কোয়া রসুন কুচি,
✿ লবন ও তেল পরিমান মত।
প্রস্তুত প্রণালী
প্রথমে লাউ এর বিচি সামান্য তেলে বাদামি করে ভজে নিতে হবে ।এর পর তেলে পিয়াজ কুচি ,রসুন কুচি,কাচামরিচ দিয়ে ভালো ভাবে ভেজেনিতে হবে।এর পর সব কিছু এক সাথে পাটাতে ভালো ভাবে মিহি করে বেটে নিয়ে সরিসার তেল দিয়ে মেখে পরিবেসন করুন লাউ এর বিচি ভর্তা।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি