অন্যান্য
মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য আমাদের এখনকার পরিবেশন একটি ভর্তার রেসিপি। ভর্তা তো সবাই করতে পারেন। কিন্তু কিছু ভর্তা আছে যা অনেকেই জানেন না। তাদের জন্য আজ দেওয়া হচ্ছে একটি নতুন ভর্তার রেসিপি। তাহলে দেখে নিন ইলিশ দিয়ে ভাজা বেগুনের ভর্তার রেসিপি।
উপকরনঃ
বড় গোল বেগুন ১ টি
ইলিশ মাছের পিঠের অংশ ২/৩ পিস
পেঁয়াজ কুচি মাঝারি সাইজের ১ টি
কাঁচামরিচ ২/৩ টি
শুকনা মরিচ ২ টি
ধনেপাতা কুচি ১ মুঠো
সরিষার তেল ২ চা চামচ
সয়াবিন তেল ৪ টে চামচ
লবন পরিমান মত
প্রনালিঃ
১। বেগুন চাকা করে কেটে নিয়ে লবন ও হলুদ দিয়ে মেখে রাখুন।
একই সাথে ইলিশের টুকরা গুলোও লবন হলুদ দিয়ে মেখে নিন।
প্যানে তেল গরম করে কাঁচামরিচ ও শুকনা মরিচ ভেজে তুলুন।
কাঁচামরিচ ভাজার সময় মাথাটা হালকা করে ভেঙে দিবেন তাহলে আর তেল ছিটে গায়ে লাগবে না।
২। এবার ওই তেলেই মাছের টুকরাগুলো সোনালী করে ভেজে কাঁটা বেছে নিন।
আর পেঁয়াজ কুচিটা পারলে একটু শুকনা তাওয়াতে টেলে নিবেন তাহলে হবে কি, পেঁয়াজের কাঁচা ভাবটা সরে যাবে আর ভর্তাটা অনেকসময় ভালো থাকবে।
কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে যে কোনো ভর্তাই কিছুক্ষন পর পানি ছাড়ে আর একটা টক টক বাসি ভাব এসে পড়ে।
তবে আপনার যদি ভর্তা মেখেই খাবার ইচ্ছে থাকে তো আলাদা কথা।
৩। এখন ওই মাছভাজা তেলেই বেগুন গুলো বিছিয়ে দিন।
এবার আঁচ কমিয়ে ঢেকে দিন , মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিবেন আর দরকার পড়লে খানিকটা তেল ও অ্যাড করতে পারেন ।
সবগুলো বেগুন ভালমত সেদ্ধ ও পোড়াপোড়া হয়ে এলে নামিয়ে নিন।
তারপর বাকি উপকরণ দিয়ে চটকে মাখিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু ভর্তা।
এটা কি যে মজার একটা ভর্তা বানিয়ে খেলে বুঝবেন। ভাজা কাঁচা মরিচের জন্য একটা আলাদা সুগন্ধ চলে আসে ভর্তাতে সাথে ইলিশের অপূর্ব স্বাদ… আঃ মজাই মজা !
সূত্র: আয়শা সিদ্দিকা রেসিপি
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি