অন্যান্য
উপকরন:
চিকেন ব্রেস্ট কুচি,
ডিম,
কর্ণফ্লাওয়ার,
গোলমরিচ গুড়া,
চিলি ফ্লেক্স,
কাজুবাদাম,
ভাজার জন্য তেল,
সাদা তিল,
টমেটো সস্,
মন চাইলে চিংড়ি এড করতে পারেন,
আদা,
রসুন,
জিরাবাটা,
সয়াসস,
লবন,
ক্যাপসিক্যম,
গজর,
টমেটো,
লেবু
প্রনালী:
প্রথমে চিকেন ব্রেস্ট কুচি, কর্নফ্লাওার, ডিম, সামান্য পরিমান আদা, রসুন জিরা পেস্ট, লেবুর রস চিলি ফ্লেক্স সামান্য লবন দিয়ে মাখিয়ে রাখতে হবে।
এরপর কাজু বাদাম তেলে বাদামি করে ভাজে তুলতে হবে।
তারপর সালাতের সবজি গুলো এক এক করে হালকা ভাজতে হবে।
তারপর মাখিয়ে রাখা চিকেন ব্রেস্ট ডুবো তেলে বাদামি করে ভাজঁতে হবে।
এরপর ভাজা সব উপকরন টালা তিল, কাচাঁ পেয়াজ,সব একসাথে টমেটো সস গোল মরিচ গুড়া দিয়ে মাখাতে হবে,ব্যস সালাদ রেডি।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি