অন্যান্য
মজার রান্না ডেস্ক: এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একটি মজার খাবারের রেসিপি। এই খাবারটি পোলাও অথবা নুডলসের সঙ্গে খেতে বেশ মজা। এখনকার আয়োজনে থাকছে স্পাইসি চিলি হানি এগের রেসিপি। দেখে নিন রেসিপিটি।
উপকরণ :
সেদ্ধ ডিম চারটি,
কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ,
পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ,
শুকনো মরিচ দুটি,
রসুন কুচি তিন/চার কোয়া,
রেড চিলি সস দুই টেবিল চামচ,
সয়া সস এক টেবিল চামচ,
মধু সামান্য
লবণ স্বাদমতো।
প্রণালি :
প্রথমে ডিম পানি মেশানো কর্নফ্লাওয়ারে ভিজিয়ে ডুবো তেলে ভেজে নিন।
এবার একটি প্যানে তেল দিয়ে তাতে শুকনো মরিচ, রসুন কুচি, রেড চিলি সস, সয়া সস ও মধু দিয়ে ভালো করে কষিয়ে নিন।
এখন এতে ডিম দিয়ে দিন।
সবশেষে পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।
ব্যস, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিলি হানি এগ।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি