অন্যান্য
মজার রান্না ডেস্ক: আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার তরকারির রেসিপি। এটি খেতে দারুন। দেখে নিন বেগুনের ঘাগিনা এর রেসিপিটি।
উপকরণ :
বেগুন ১/২ কেজি,
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
ডিম ২টি,
টমেটো মাঝারি ২টি,
কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ,
ঘি বা তেল ৩ টেবিল চামচ,
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,
শুকনা মরিচ ভাজা কুচি ১ টেবিল চামচ,
রসুন কুচি ২ কোয়া।
প্রণালি :
টমেটো ও বেগুন পুড়িয়ে খোসা ছাড়িয়ে চটকিয়ে নিয়ে ডিম ও লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে।
ঘি গরম করে পেঁয়াজ বাদামি রঙ করে ভেজে কাঁচামরিচ ও শুকনা মরিচের সাথে বেগুন দিয়ে ৫-৬ মিনিট নাড়াচাড়া করতে হবে।
ধনে পাতা দিয়ে নামাতে হবে।
সূত্র: ইত্তেফাক
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি