অন্যান্য
উপকরণ:
পুর বানানোর জন্য:
লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা পানি ঝরানো মাছের ডিম পৌনে এক কাপ।
পেঁয়াজ কুচি আধা কাপ।
কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ।
যেকোনো সস এক টেবিল চামচ।
হলুদ গুঁড়া সিকি চামচ।
তেল দুই টেবিল চামচ।
লবণ আধা চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী।
প্রণালি:
ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে হলুদ ও দুই টেবিল চামচ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
তাতে মাছের ডিম, লবণ ও কাঁচা মরিচ কুচি এবং সস দিয়ে কিছুক্ষণ নেড়ে আঁচ কমিয়ে ঢেকে দিন।
দুই মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চুলা বন্ধ করে ঢেকে দিন।
পাঁচ মিনিট পর একটি বাটিতে বেড়ে রাখুন।
দোলমা রান্নার জন্য:
উপকরণ:
বড় বা মাঝারি পটোল ৮-১০টি।
পেঁয়াজ কুচি সিকি কাপ।
হলুদ গুঁড়া আধা চা-চামচ।
মরিচ গুঁড়া সিকি চামচ।
পেঁয়াজ বাটা সিকি কাপ।
টক দই আধা কাপ।
আদা বাটা এক চা-চামচ।
রসুন বাটা আধা চা-চামচ।
জিরা বাটা আধা চা-চামচ।
কাঁচা মরিচ চেরা চারটি।
তেজপাতা দুটি।
লবণ এক চা- চামচ।
গরম মসলার গুঁড়া আধা চামচ।
চিনি দুই চা-চামচ।
তেল তিন টেবিল চামচ।
ঘি এক টেবিল চামচ।
প্রণালি:
পটোল ধুয়ে দুই ধারের মুখ কেটে ছিলে ভেতরের বিচি পরিষ্কার করে নিন।দুই পিঠে দু-তিনটি করে আঁক দিন। এবার প্রতিটি পটলের ভেতর ঠেসে পুর ভরে দিন।কর্নফ্লাওয়ার ঘন করে অল্প গুলে তা দিয়ে পটলের মুখ বন্ধ করে দিন।ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল নিয়ে তাতে অল্প জ্বালে ঢেকে পটোলের দুই পিঠ ভেজে নিয়ে উঠিয়ে রাখুন।একটি বাটিতে টক দইয়ের সঙ্গে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া, চিনি, আদা, রসুন ও জিরা বাটা মিশিয়ে ভালো করে ফেটে নিন।ফ্রাই প্যানে বাকি তেল গরম করে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন।বাদামি হয়ে এলে বাটা পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে দইয়ে মেশানো মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।এতে মরিচ ও সিকি কাপ পানি দিয়ে পটোলগুলো ছেড়ে নেড়ে মাঝারি আঁচে ঢেকে দিন।ঝোল টেনে এলে গরম মসলার ফাঁকি ও ঘি দিয়ে নেড়ে আবারও কম আঁচে ঢেকে রাখুন পাঁচ মিনিট।তারপর চুলা বন্ধ করে দিন। ১০ মিনিট পর পরিবেশন করুন।
পোর্টাল বাস্তবায়নে : আয়ান আইটি